২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৫

বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল বাজারে ইসলামী ব্যাংকের সামনে থেকে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে একটি নাইন এম এম পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। এ ছাড়া তার কাছে থাকা নগদ দেড় লাখ টাকাও জব্দ করা হয়।

আটক তরিকুল বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আ. সাত্তারের ছেলে। এ ব্যাপারে ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার শফি উদ্দিন পরিবর্তন ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার ইসলামী ব্যাংকের সামনে যশোর-বেনাপোল মহাসড়ক থেকে ইজিবাইকসহ চালককে আটক করা হয়। পরে ক্যাম্পে এনে তল্লাশি করা হলে, তার ইজিবাইকের ভেতর লুকানো একটি নাইন এম এম বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও নগদ দেড় লাখ টাকা পাওয়া যায়।

আটক তরিকুলকে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান সুবেদার শফি উদ্দিন। আটক তরিকুলের সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি একজন ইজিবাইক চালক। আরেকটি ইজিবাইক কেনার জন্য বাড়ি থেকে নগদ টাকা নিয়ে বেনাপোল এসেছি। আমাকে ফাঁসানোর জন্য কেউ শত্রুতা করে বাইকের ভেতর ওই আগ্নেয়াস্ত্র রেখেছে। সম্প্রতি আমার ভাইকে এলাকার লোক হত্যা করেছিল। এর জের ধরেই আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তরিকুলের।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ