১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

অপকর্ম ঢাকতে মিয়ানমার বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন নিজেদের অপকর্ম ঢাকতে মিয়ানমার বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে। রোববার সকালে কক্সবাজারে একটি সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার যে অপকর্ম করছে, তা ঢাকতে এখন দেশটি মিথ্যাচার করছে। বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে প্রয়োজনে জাতিংঘের অবরোধ আরোপের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ