১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেন। দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়া হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে উত্তর পূর্বাঞ্চলীয় রিয়াদে ক্ষেপনাস্ত্র ছুঁড়লে তা প্রতিহত করেছে সৌদি সামরিক বাহিনী। ফলে এ হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদকে বিশেষ করে বিমানবন্দরকে একটি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইয়েমেন মনে করছে তাদের এই অপারেশন সফল হয়েছে। এটা তাদের নিজেদের তৈরি দীর্ঘ রেঞ্জের বুরকান টু-এইচ ক্ষেপণাস্ত্র। যা দিয়ে তারা সৌদি আরবকে হুঁশিয়ারি করেছে। সৌদি আরব ইরানের সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জোট গঠনের নেতৃত্ব দিচ্ছে। যারা কিনা ২০১৫ সালে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করেছিল।

রিয়াদ এয়ারপোর্ট টুইট বার্তায় জানায়, এ হামলায় কোনো ধরনের প্রভাব পড়েনি। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আমরা আশ্বাস দিচ্ছি যে, আন্দোলন স্বাভাবিক এবং স্বাভাবিকভাবেই চলবে। এছাড়া ফ্লাইট (ভ্রমণ) নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ