১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

কেরানীগঞ্জে মাদকসেবীদের ছুরিকাঘাতে প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কেরানীগঞ্জে মাদকসেবীদের ছুরিকাঘাতে সালাউদ্দীন নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দীন একজন ওমান প্রবাসী ছিলেন। সালাউদ্দীনের ছোট ভাই আলাউদ্দীন জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী গ্রামের আরিফ, মিজান, মরতু ও আরো কয়েকজন তার ভাই সালাউদ্দীনকে বাসা থেকে ডেকে নিয়ে বাসার সামনেই তাকে ছুরিকাঘাত করে। সালাউদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৮টায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আরিফসহ কয়েকজন ছেলে তাদের বাড়ির আঙিনার সামনে এসে মাদক সেবন করতো। তাদেরকে এখানে এসে মাদক সেবন করতে নিষেধ করেছিল তার ভাই সালাউদ্দিন। তারই জের ধরে এই ঘটনা ঘটাতে পারে বলে দাবি তার পরিবারের। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় শনিবার রাতে সালাউদ্দিনকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সালাউদ্দিনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া গ্রামে। বাবার নাম ফালান মিয়া।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৯:৫৭ পূর্বাহ্ণ