১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

পাঁচবিবিতে সাংকৃতিক ধরিত্রী উৎসব

শিল্পসাহিত্য ডেস্ক:

উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলার বিভিন্ন পেশায় কর্মরত গুণীজনদের নিয়ে প্রথম উত্তরবঙ্গ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। ধরিত্রী

বাংলাদেশ উত্তরবঙ্গ সাংকৃতিক উৎসব উৎযাপন পাঁচবিবি শাখার উদ্দ্যোগে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি ছিলেন সাংকৃতি মুন্ত্রী আসাদুজ্জামান নূর। জয়পুরহাটের পাঁচবিবি স্টেডিয়ামে

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদুর সভাপতিত্বে শনিবার দুপুরের এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ স ম আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম, আব্দুস সোবাহান, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এম আবুল কাশেম, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন, আই খান, ধরিত্রী বাংলাদেশের সম্পাদক অধ্যাপক ডঃ হারুন-আর-রশিদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রেজাউল হাসান, জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল

আলম, আয়োজক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বাবুল ও সদস্য সচিব পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। ৩ দিন ব্যাপী এ উৎসবে থাকবে গ্রামবাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকগীতি, পল্লীগীতি, দেশের গান, কবিতা আবৃতি, নাচ, জারীগান, মুর্শিদী, বাউল গান, রবীন্দ্রসংগীত, আদিবাসী নৃত্য, নাটক, যাত্রাপালা, বাশিঁ ও একতারা-দোতারা বাজন, মুক্তিযোদ্ধের উপর চলচিত্র প্রর্দশনীসহ অনেক কিছু।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ