১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

ধর্ষণ থেকে মালিককে বাঁচালো কুকুর

আন্তর্জাতিক ডেস্ক:

পার্কে বেড়াতে গিয়ে ধর্ষিত হতে যাচ্ছিলেন এক নারী। কিন্তু বেঁচে গেলেন তার সঙ্গী কুকুরটির জন্য। যুক্তরাজ্যের বার্কশায়ারে প্রভুকে বাঁচাতে কুকুরের এই তৎপরতার খবর এসেছে দেশটির দৈনিক ইন্ডিপেনডেন্টে। ধর্ষণের চেষ্টাকারীর খোঁজে পুলিশ স্থানীয়দের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে টেমস ভ্যালি পুলিশ। লন্ডন থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমের শহরটির একটি পার্কে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৬ বছর বয়সী ওই নারী আক্রান্ত হন বলে ইন্ডিপেনডেন্ট জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ম্যাট স্টোন বলেন, ওই নারী নিজের কুকুরটি নিয়ে পার্কে ঘোরার সময় আকস্মিকভাবে পেছন থেকে এক ব্যক্তি তার উপর চড়াও হন। “হামলাকারী ওই নারীকে মাটিতে শুইয়ে তার পোশাক খুলে ফেলার চেষ্টা করছিল। তথন কুকুরটি ক্ষেপে গিয়ে হামলাকারীর উপর আক্রমণ চালায়। তখন পালিয়ে যায় হামলাকারী ব্যক্তিটি।” হামলাকারীর নাম-পরিচয় জানা না গেলেও তার দেহের একটি বর্ণনা পেয়েছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর, উচ্চতা ৫ ফুট সাত ইঞ্চির মতো। তিনি পরেছিলেন কালো টুপিওয়ালা একটি জ্যাকেট, প্যান্ট ছিল নেভি ব্লু। হামলার শিকার ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার এই অবস্থা কাটিয়ে তুলতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ম্যাট স্টোন জানিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ