১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

এক ঘুমে ১১ দিন!

আন্তর্জাতিক ডেস্ক:

দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ওয়াট শো। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বসবাস করে সে। বালকটি অন্য সবার মতো হলেও সে বর্তমানে ভিন্ন এক কারণে আলোচিত।
গত ১২ অক্টোবর এই বালক মায়ের সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে খালার বাড়িতে যায়। আর দশটা সাধারণ দিনের মতো সেদিনও রাতে খাওয়ার পর সে ঘুমাতে যায়। পরের দিন তার মা তাকে ঘুম থেকে জাগাতে চেষ্টা করে। কিন্তু ঘুম ভাঙে না তার।
অনেক চেষ্টা করেও কোনো কাজ হয় না। একটু চোখ খুলে আবার ঘুমিয়ে যায় ওয়াট শো। চিন্তিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। দ্রুত তাকে লুইসভিল শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরাও ব্যর্থ হন তার ঘুম ভাঙাতে। এভাবে ১১ দিন ঘুমানোর পর চলতি মাসের ২৩ তারিখে তার ঘুম ভাঙে। হাফ ছেড়ে বাঁচে পরিবারের সদস্য ও চিকিৎসকরা।
তবে টানা ঘুমের ফলে তার কথা বলতে ও হাঁটতে কিছুটা সমস্যা হচ্ছে। চিকিৎসকরা আশা করছেন খুব দ্রুত সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে কি কারণে এমনটা ঘটলো সেটার উত্তর মিলেনি এখনো!

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১২:১২ অপরাহ্ণ