নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলা থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত শ্রী গৌর চন্দ্র বর্বম (৩৮) নামে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে। শ্রী গৌর চন্দ্র বর্বম পত্নীতলা উপজেলার হাটশাওলী গাঞ্জাপুরি গ্রামের রমেশ চন্দ্র বর্বমের ছেলে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বদলগাছী উপজেলার মুক্তিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে জেলহাজতে পাঠানো হবে।
দৈনিকদেশজনতা/ আই সি