২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৯

রোহিঙ্গা শিশুদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান ইউনিসেফের

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলেছে, আন্তর্জাতিক সমাজ রোহিঙ্গা শিশুদের অপুষ্টি দূর করার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে অসংখ্য শিশুর মৃত্যু হবে। তাই রোহিঙ্গা শিশুদের জীবন বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফ বুলিয়ার্ক এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরি করা যায়নি। এর ফলে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, এসব শরণার্থী শিবিরে মারাত্মক খাদ্য ঘাটতির কথা উল্লেখ করে বুলিয়ার্ক বলেন, এক চতুর্থাংশ রোহিঙ্গা শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এই সংখ্যা নিতান্ত কম নয় এবং তাদের খাদ্যের ব্যবস্থা করা না গেলে বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হবে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। ইউনিসেফের মুখপাত্র বলেন, এই শিশুদের সাহায্যে এখনই এগিয়ে না এলে তাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

গত আগস্ট মাসের শেষ দিক থেকে মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযানে অন্তত আট হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। এ ছাড়া, এই নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ছয় লাখেরও বেশি রোহিঙ্গা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১০:১৩ পূর্বাহ্ণ