১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদানায় হাতবোমা বিস্ফোরণে আহত তাইফুর রহমান (৩৫) মারা গেছেন। শুক্রবার দুপুরে হাতবোমা বিস্ফোরণে তিনি আহত হন। পরে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাইফুর মারা যান।

স্থানীয়রা ও পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম জানান, দুপুরে বাড়ির ছাদে হাতবোমা রোদের তাপে শুকানোর সময় বিস্ফোরিত হলে তাইফুর আহত হন। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ এএসপি হেডকোর্য়াটার মো. আ. হাই সরকার তাইফুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ৮:১৯ অপরাহ্ণ