নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে লাভ হবে না। বিএনপি ছাড়া আগামীতে কোনো নির্বাচন হবে না। ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফারুক এসব কথা বলেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ সমাবেশের আয়োজন করে।
জয়নুল আবদীন ফারুক বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর ফেনীতে হামলার উদ্দেশ্য কী ছিল জনগণ তা জানে। এ হামলার উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে হত্যা করে যেনতেন নির্বাচনের ব্যবস্থা করা এবং ফের ক্ষমতায় আসা। সময় এলে অক্ষরে অক্ষরে এর জবাব নেওয়া হবে।
তিনি বলেন, খালেদা জিয়াকে আদালতে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে। দয়া করে এ খেলা বন্ধ করুন। নির্বাচনের ব্যবস্থা করুন। সরকারের উদ্দেশে ফারুক বলেন, আন্দোলনের কর্মসূচি দেয় না বলে বিএনপিকে দুর্বল মনে করবেন না। দেশনেত্রীর আহ্বানে জনগণ রাস্তায় নেমে এলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। বিএনপির বিগত আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের লোকেরাই গাড়িতে অঘ্নিসংযোগ ও বোমা মেরে মানুষ হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় সহসভাপতি আবু মোজাফফর মো. আনাছ, মাস্টার এমএ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন আর