১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

বাড্ডায় বাবা-মেয়ে হত্যা : স্ত্রীর প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডায় বাবা ও মেয়েকে হত্যার পেছনে পরকীয়া প্রেম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেভাজন প্রতিবেশী শাহিন ও তার স্ত্রীকে খুলনা থেকে গ্রেপ্তারের পর পুলিশ এমন তথ্য দিয়েছে।শুক্রবার ভোর সাড়ে ৪টায় খুলনা নগরীর লবণচোরা থানার মোহাম্মদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল কবির গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে নিহত জামিল শেখের স্ত্রী  আর্জিনার দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে খুলনার বটিয়াঘাটা থানা এলাকা থেকে শাহীন ও তার স্ত্রী মাসুমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা আশরাফুল কবির বলেন, ‘জিজ্ঞাসাবাদে আর্জিনা জানায়, আগে তারা যে বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত, সেখানে তৃতীয় তলায় থাকত শাহীনরা। তখনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। চার মাস আগে বাসা বদলের সময় আর্জিনাই কৌশল করে শাহীনদের সাবলেট নিয়ে আসে।’তিনি বলেন, ‘শাহীনের সঙ্গে আর্জিনার প্রেমের বিষয়টি মাসুমা শুরুতে জানত না। কিন্তু ঘটনাচক্রে সেও জড়িয়ে যায়।’

গত বুধবার গভীর রাতে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে ময়নারটেক এলাকার একটি বাসায় বাবা প্রাইভেটকারচালক জামিল শেখ  ও তার স্কুল পড়য়া মেয়ে নুসরাতকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনার জন্য জামিল শেখের সঙ্গে সাবলেট ভাড়া থাকা শাহীন জড়িত বলে সন্দেহ করে আসছে পুলিশ। পুলিশের সন্দেহ, স্ত্রীর পরকীয়া কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। এ জন্য জামিল শেখের স্ত্রী আরজিনা বেগমকে আটক করেছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ