২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩৫

জয়পুরহাটে ৪ দিনব্যাপি আয়কর মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক:

“সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর” এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে জয়পুরহাটে ৪দিনব্যাপি ‘আয়কর মেলা’ শুরু হয়েছে ।

জয়পুরহাট উপকর কমিশনারের আয়োজনে দুপুরে জয়পুরহাট টাউন হল চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ আয়কর মেলার উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।

এর আগে টাউন হল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বগুড়া কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার খালেদ শারীফ আরেফিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান,জয়পুরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, কর আইনজীবী সমিতির সভাপতি এম.এ ওহাব খান, জয়পুরহাট সহকারী কর কমিশনার আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন কর আইনজীবী বৃন্দ, সোনালী ব্যাংক জয়পুরহাট ম্যানেজার এ.কে.এম মাহাবুবউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গন প্রমূখ। আয়কর প্রদানে জনগনকে উৎসাহীত করার লক্ষ্যে এ মেলার উদ্দেশ্য বলে জানান উদ্দ্যেক্তারা।

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ