১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

স্মার্টকার্ড পেলেন ১০ হাজার করদাতা

নিজস্ব প্রতিবেদক:

চলমান আয়কর মেলায় এ পর্যন্ত প্রায় ১০ হাজার করদাতাকে স্মার্টকার্ড দেয়া হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানিয়েছেন।

সপ্তাহব্যাপী আয়কর মেলার এবার বাড়তি আকর্ষণ করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স আইডি কার্ড দেয়া। প্রথমবারের মতো এনবিআর ঢাকা ও চট্টগ্রামের মেলায় এ কার্ড দিচ্ছে। এটি এবারের এনবিআরের নতুন উদ্ভাবন।

সৈয়দ মু’মেন জানান, দ্বিতীয় দিন সারাদেশে ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকার আয়কর আহরণ হয়েছে। গত বছরের মেলার দ্বিতীয় দিনের তুলনায় ৯ কোটি ৬১ লাখ ৫৪৫ টাকা বেশি আযকর আহরণ হয়েছে এবার। তিনি জানান, আজ মেলার দ্বিতীয় দিন এক লাখ ৫৩ হাজার ২৮৭ জন করসেবা গ্রহণ করেছেন, যা গতবছরের একই দিনের তুলনায় ২৯ হাজার ৯১৯ জন বেশি। আর  এ দিন ৩৯ হাজার ৩৫১টি আয়কর রিটার্ন জমা পড়েছে, যা গত বছরের একই দিনের তুলনায় ১৮ হাজার ৬৯৪টি বেশি। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ঢাকাসহ ৫০টি জেলা ও সাতটি উপজেলাসহ ৫৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেয়া হচ্ছে মেলায়। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল বাস নিয়োজিত রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ১১:৩৮ পূর্বাহ্ণ