১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না : রোনালদো

স্পোর্টস ডেস্ক:

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পারিশ্রমিকের ফারাক অনেক। গুঞ্জন উঠেছে তিনি তার পারিশ্রমিক বাড়াতে চেষ্টা করছেন। তবে এসব সত্য নয় বলে দাবি করেছেন রিয়াল তারকা রোনালদো। উল্টো জানিয়েছেন, তিনি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না। ক্রিশ্চিয়ানো বলেন, আমি রিয়াল মাদ্রিদে ভালোই আছি। এখানে আমি আরও চার বছর আছি। তবে চুক্তির মেয়াদ আর বাড়াতে চাই না। আমি ভালো আছি।

গত দুই মৌসুম দুর্দান্ত কেটেছে রিয়ালের। সে হিসেবে চ্যাম্পিয়ন লিগে তুলনামূলকভাবে বেশ পিছিয়েই আছে রিয়াল। চ্যাম্পিয়ন লিগে হেরেই চলেছে রিয়াল। রোনালদোও খুব একটা গোল পাননি। এ নিয়ে রোনালদো বলেন, ‘আমরা পরপর হারছি যেটা খুবই খারাপ। আমরা জিততে অভ্যস্ত। আমাদের পারফর্মেন্স ভালো হচ্ছে না। ‘ সূত্র : গোল ডট কম

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ