নিজস্ব প্রতিবেদক:
বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এজন্য বিসিএস ক্যাডারভুক্তদের কাছে আবেদন আহ্বান করেছে পিএসসি। বৃহস্পতিবার বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ অাবেদন অাহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ‘সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ লক্ষে গত ২০ অক্টোবর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর আবেদন শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০ নভেম্বর অফিস চালকালীন সময়ে সরাসরি পিএসসিতে জমা দিতে বলা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

