১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসে নয়া ব্যবস্থা

দৈনিক দেশ জনতা ডেস্ক
ঢাকা থেকে কলকাতা যেতে কিংবা কলকাতা থেকে ঢাকায় আসতে একজন যাত্রীকে মাঝপথে উটকো এ ঝামেলা পোহাতে হত। এত দিন মাঝপথে বাংলাদেশের দর্শনা অথবা ভারতের গেদেতে নামতে হত। মালপত্রসহ ট্রেন থেকে যাত্রীদের নেমে যেতে হত অভিবাসন ও শুল্ক সংক্রান্ত পরীক্ষার জন্য। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের আর এই ঝামেলা আর পোহাতে হবে না। ঢাকা এবং কলকাতা স্টেশনেই এ কাজ সেরে ফেলা হবে।
ঠিক যেমনটি হয় বিমানবন্দরে । বিমানে ওঠার আগে এবং বিমান থেকে নামার পরেই অভিবাসন ও শুল্ক সংক্রান্ত পরীক্ষা হয়। কিন্তু, এত দিন ট্রেনপথে সেই সুবিধা মিলত না। সোমবার বাংলাদেশ রেলের এডিজি হবিবুর রহমান ও ভারতীয় রেলের কর্তারা জানিয়েছেন, চলতি নভেম্বরেই চালু হবে নয়া এই ব্যবস্থা। এতে ভ্রমনের সময়সীমা ৯ ঘণ্টা থেকে ৬-৭ ঘণ্টায় নেমে আসবে।
দু’দেশের যাত্রীরাই সীমান্তে দু’-তিন ঘণ্টা ধরে ওই ভোগান্তি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘ দিন ধরে। অবশেষে দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে, বিমানে বিদেশযাত্রার মতোই মৈত্রী এক্সপ্রেসেও যাবতীয় পরীক্ষা হবে শুধু দুই প্রান্তে। মাঝে কোনও স্টেশনে নামতে হবে না। দু’দেশের সরকারের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ