নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আর ফেরত আসেননি ১৫২ জন হাজি। এরমধ্যে মারা যাওয়া ১৩১ জনের পাসপোর্ট পাওয়া গেছে। বাকি ২১ জনের মৃত্যুসনদ বা পাসপোর্ট পাওয়া যায়নি।
প্রতিবছরই হজে গিয়ে অনেকের দেশে ফেরত না আসার অভিযোগ ওঠে। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হজে গিয়ে মারা গেলে হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করে। এবার ১৩১ জন হাজির পাসপোর্ট ফেরত পাওয়া গেছে। তবে বাকি ২১ জনের পাসপোর্ট বা মৃত্যুসনদ কিছুই পাওয়া যায়নি।
বুধবার হজ পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে মারা যাওয়া হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ রাজধানীর আশকোনার হজ অফিস থেকে সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। প্রতিদিন অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এগুলো সংগ্রহ করা যাবে। এ জন্য মৃতের ওয়ারিশদের আবেদন করতে হবে। সঙ্গে আনতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া ওয়ারিশান সার্টিফিকেট। গত মঙ্গলবার পাসপোর্ট ও মৃত্যুসনদ পাওয়া মৃত হাজিদের তালিকা হজ পোর্টালে প্রকাশ করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ