২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫১

ফেনীতে বাসে আগুন: বিএনপির ১৩ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ফেনী শহর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বাবুল, সোনাগাজী পৌর বিএনপি সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফুলগাজী উপজেলা ছাত্রদল সভাপতি কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন যুবদল সভাপতি আমজাদ হোসেনের নাম জানা গেছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) খালেদা জিয়ার গাড়িবহর অতিক্রমকালে বাসে অগ্নিসংযোগের মামলায় ১৩ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরছিলেন খালেদা জিয়া। এসময় ফেনীর মহিপাল ফিলিং স্টেশনের সামনে খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।

এই ঘটনায় বুধবার সন্ধ্যায় ফেনী মডেল থানার এসআই নুর উদ্দিন বাদী হয়ে ছাত্রদল নেতা রিয়াজ পাটোয়ারীকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫-৪০ জনের নামে একটি মামলা দায়ের করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ