১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০২

ভারতে পাওয়ার প্লান্ট বিস্ফোরণ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে সরকারি একটি পাওয়ার প্লান্টে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিকের বেশি।

সরকারি পাওয়ার প্লান্টটির পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৮০ জনের বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ১০ জনের বেশি কর্মচারীকে অন্যত্র উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে হঠাৎ করেই বিকট আওয়াজ হয়। এ সময় বেশ জোরে গ্যাস এবং বাষ্প বের হতে থাকে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রদেশের পুলিশপ্রধান এক ভিডিওবার্তায় জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্লান্টের ভেতরে বেশ প্রেসার বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ শোক জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের ঘোষণা দেন তিনি।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ