১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

বিপিএল-এর টিকিটের জন্য মারামারি, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর টিকিটের জন্য মারামারির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা নাগাদ এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। সকাল থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে বিপিএল-এর টিকিটের জন্য অপেক্ষায় ছিলেন। হঠাৎ টিকিট নিতে আসা কয়জন হট্টগোল বাধিয়ে দিয়ে ইট-পাটকেল ছোঁড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মারামারি শুরু হয়। এ সময় স্টেডিয়ামে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। তবে থমথমে এ অবস্থায় যেকোনো সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন টিকিট প্রত্যাশীরা। শুধু তাই নয় অনেকটা আতঙ্কও বিরাজ করছে স্টেডিয়াম এলাকায়। গত তিনদিন ধরেই বিপিএল-এর টিকিট বিক্রি হচ্ছে স্টেডিয়ামে। এদিকে আহত দুই ব্যাক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ