২৮শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৭

মেহেরপুরে মাতাল অবস্থায় কৃষক লীগ নেতাসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে মাদের আসর থেকে জেলা কৃষক লীগের সাধারষ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। রাতে গাংনী উপজেলার চিৎলা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিতরে গাংনী থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে চিৎলা গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে। আটকৃতদের মধ্যে জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন রয়েছে। তবে তৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে মদ, গাজা খাওয়ার হুক্কা ও গাজা উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মাদক সেবন করার সময় আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে হাজির করা হবে।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ১০:২১ পূর্বাহ্ণ