যশোর প্রতিবেদক:
যশোরের নওয়াপাড়া জুট মিলের পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। সন্ধ্যা ৭টার পর যশোর ও খুলনা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গুদামের মধ্যে থাকা বেশিরভাগ পাট পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ইউনুস আলী বলেন, খবর পেয়েই আমরা নওয়াপাড়া জুটমিলে এসে দেখি ৯ নম্বর পাটগুদামের আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করি। আগুনের ভয়াবহতা দেখে যশোর ও খুলনা স্টেশনে খবর দেয়া হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিলের প্রকল্প প্রধান মো. বায়েজিদ হোসেন বলেন, কীভাবে আগুনের সুত্রপাত তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহুর্তে বলতে পারছি না। তবে কয়েক কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

