১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

রাজধানীতে মা-ছেলেকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে রমনা থানা এলাকার কাকরাইলের পাইওনিয়ার রোডের গোলির একটি অ্যাপার্টমেন্ট থেকে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। এটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল সংলগ্ব একটি গোলি। মা ও ছেলে তখন নামাজরত ছিলেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে রমনা থানা জানায়।
ডিউটি অফিসার এ ব্যাপারে কিছু জানাতে পারেননি। ময়নাতদন্তের জন্য ঢামেক পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
এ ঘটনার পর রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ