১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

তুলায় সুহৃদয়বান ব্যক্তির সাহায্য পেতে পারেন

মেষ রাশি: (২১ মার্চ – ২০ এপ্রিল) আজ মন-মেজাজ ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝির কারণে মন কিছুটা বিষন্ন হয়ে পড়বে। চাকরিজীবীদের দিনটি ভালো যাবে না। বিকালে ব্যবসায় কিছু আয় উন্নতি হতে পারে। দাম্পত্য কলহের শিকার হতে পারেন। খুচরা ব্যবসায় ভালো আয় হতে পারে।

বৃষ রাশি: (২১ এপ্রিল – ২১ মে) আজ আর্থিক দিক ও মানসিক দিক থেকে দিনটি মিশ্র যাবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো ব্যবসায়িক কাজে ভ্রমণের যোগ প্রবল। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িতদের দিনটি বলবান। আজ যৌথ মূলধনী ব্যবসায় ভালো আয় হতে পারে। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন।

মিথুন :(২২ মে – ২১ জুন) আজ বৈদেশিক চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় ব্যস্ত হতে চলেছেন। শনির প্রভাবে ব্যবসায়ীদের দিনটি ততোটা ভালো যাবে না। কোন বৈরী পরিবেশে বদলী হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য দুর্বল হবার আশঙ্কা। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য আসবে।

কর্কট : (২২ জুন – ২২ জুলাই) ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণের কিস্তি দেওয়ার চাপ বৃদ্ধি পাবে। আজ রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। শেয়ার ব্যবসায়ী ও লটারি ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। বিদেশ থেকে টাকা আসতে পারে। ঝুঁকি নিয়ে কোনো বিনিয়োগ না করাই ভালো। আপনার বন্ধুদেরকে নিয়ে কোনো ঝামেলায় পড়তে পারেন। দ্রুত চলাচলের ক্ষেত্রে সতর্ক হয়ে যান।

সিংহ রাশি: (২৩ জুলাই – ২৩ আগস্ট) আজ আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে। সাংসারিক কারণে হঠাৎ কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। ট্রাভেল এজেন্সি ব্যবসায় আজ ব্যস্ততা বাড়বে। দুপুরের পরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।

কন্যা  :(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) চাকরিজীবীদের কর্মস্থলে পদোন্নতি বা নতুন চাকরি লাভের সম্ভাবনা প্রবল। সরকারি প্রত্যাশীদের চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে। আজ ব্যবসায়িক যোগাযোগ সফল হবে। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ভালো যাবে। কোনো কর্মকর্তার সাহায্য পেতে পারেন।

তুলা রাশি: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) দিনটি শিল্পীদের জন্য শুভ সম্ভাবনাময়। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি সাফল্যের। কর্মস্থলে কোনো সুহৃদয়বান ব্যক্তির সাহায্য পেতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে জাতিকারা দুশ্চিন্তায় থাকতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে। সিজনাল অসুখ বিসুখে বাড়ির সকলে কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক রাশি: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) পারিবারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ভূমি আবাসন সংক্রান্ত কাজ- কর্মে ঝামেলা দেখা দিতে পারে। কর্মস্থলে কোন অস্থিরতা আপনাকে ভোগাবে। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে না। কোনো প্রভাবশালী নেতার সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। পিতার সঙ্গে আজ ভুল বুঝাবুঝি হবার যথেষ্ট সুযোগ রয়েছে।

ধনু রাশি: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) গার্মেন্টস ব্যবসায় বিদেশ থেকে ভালো সংবাদ আসার সম্ভাবনা। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। ছোট ভাই বোনের চাকরির জন্য কোনো তদবির করতে পারেন। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের দিনটি শুভ। বিদেশ থেকে কোনো অর্থ পেতে পারেন। কোনো ভালো সংবাদ পেতে পারেন।

মকর রাশি: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) আজ খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ আয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যোগাযোগ থেকে লাভবান হবেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে। বাড়িতে আত্মীয় কুটুম্বর আগমনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। হঠাৎ করে অর্থ সঙ্কট দেখা দেবে। পেটের পিড়ায় ভোগার আশঙ্কা প্রবল।

কুম্ভ রাশি: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ব্যবসায়িক অংশিদারদের সাথে কোনো কারণে মনমালিন্য হতে পারে। বৈদেশিক পণ্যর ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। জীবন সাথীর সাথে কলহের সম্মূখীন হতে পারেন। বিকালের দিকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কোনো পাওনাদারের সাথে বিরোধ হতে পারে। ঋণ যোগ দেখা যায়।

মীন : (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আজ আপনি বড় ভাই বোনের প্রতিক্রিয়াশীল আচরণে কষ্ট পেতে পারেন। আমদানি-রপ্তানি ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা। ঠিকাদারী প্রতিষ্ঠানের বকেয়া বিল আদায়ের যোগ রয়েছে। আউট সোর্সিং কাজের জন্য বিদেশ থেকে অর্থ পেতে পারেন। প্রভাবশালী বন্ধুর সহায্য আশা করা যায়। আজ কোনো বন্ধুর বাড়িতে আড্ডা দিতে পারেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ২:২১ অপরাহ্ণ