১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

রাজধানীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রমনা থানা এলাকার পশ্চিম হাজীপাড়ায় অভিযান চালিয়ে পিস্তল ও পাইপগানসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (পূর্ব) বিভাগ। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে পশ্চিম হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল, একটি দেশি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন— আমিনুল ইসলাম কামরুল (৩২), আহসান হাবীব সৈকত (৪২), শাহজাহান মিয়া (৩০) ও ইকবাল হোসেন জয় (২৪)। তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে বলেও জানান ডিসি মিডিয়া।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ১:৪২ অপরাহ্ণ