১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

বিদ্যুৎকর্মচারীর কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ডেমরা অঞ্চলের মিটার রিডার মো. মোশারফ হোসেনের কয়েক কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। তৃতীয় শ্রেণীর কর্মচারি হওয়ার পরেও দুর্নীতি দমন কমিশন-দুদকের অনুসন্ধানে নরসিংদী শহরে ২ কোটি টাকার ছয় তলা বাড়ি, গাজীপুরে ১৪ শতাংশ জমি ও ময়মনসিংহে ৩.১২ একর নাল জমি পাওয়া গেছে।

এসব সম্পদের পুরোটাই অবৈধভাবে অর্জিত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া পৈত্রিক সম্পত্তি হিসেব ৩.৪০ একর জমির সন্ধান পাওয়া গেছে।ওই সম্পদ অর্জনে তিনি মিটার ট্যাম্পারিং, অবৈধ লাইন দেয়াসহ বিভিন্ন জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

অবৈধ সম্পদের ওই তথ্য যাচাই-বাছাইয়ে দুদক আইনের ২৬(১) ধারায় মঙ্গলবার সম্পদ বিবরণী চেয়ে নোটিস ইস্যু করা হয়েছে।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, চলতি বছরের ২২ অক্টোবর দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। যেখানে অভিযোগ ছিল, মিটার রিডার মোশারফ হোসেন ভয় দেখিয়ে টাকা আত্মসাত, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে নরসিংদীতে বাড়ি নির্মাণ ও গাজীপুরে কোটি টাকার জমি কিনেছেন।

দুদকের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম সরকার অভিযোগটি  করছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৮:৪১ অপরাহ্ণ