আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক ভংঙ্করসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তারই জের ধরে গত ৩ সেপ্টেম্বর শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় কিমের দেশ।
ভূগর্ভে করা ওই পরীক্ষার জেরে দেশটির আস্ত একটা পর্বত ডেবে গেছে। পাশাপাশি, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। দেশটির প্রধান আবহাওয়াবিদ ন্যাম জে চিউল এই আশঙ্কা করেছেন। গত মাসে পরীক্ষার কারণে কয়েকটি স্থানে ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে। তিনি জানান, মান্তাপ পর্বতে ১০০ মিটার গভীর গর্তও সৃষ্টি হয়েছে। এরপর যদি আরও পরমাণু পরীক্ষা চালানো হয় তাহলে সেই আশঙ্কা আরও বাড়বে বলেও তিনি জানান। সূত্র: বিবিসি।
উল্লেখ্য, পিয়ংইয়ং থেকে বেশ কিছুটা দূরে পাঙ্গি-রি এলাকায় ৮৫ একর জায়গা জুড়ে থাকা মাউন্ট মান্তাপের তলায় কাটা সুড়ঙ্গে গত ৩ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের ধারণা, ওই হাইড্রোজেন বোমাটির ক্ষমতা ছিল প্রায় ১০০ কিলোটন। উপগ্রহের পাঠানো ছবি পরীক্ষা করে এ বার তারা বলছেন, ওই হাইড্রোজেন বোমার ক্ষমতা ২৫০ কিলোটনও হতে পারে। তার মানে, হিরোশিমায় যে বোমাটি পড়েছিল, তার অন্তত ১৭ গুণ।
দৈনিকদেশজনতা/ আই সি