২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৯

ত্রিপুরার কারাগারে ১৮ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক:

১৮ জন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে ত্রিপুরা পুলিশ আদালতে সোপর্দ করেছে। আদালত তাদের চৌদ্দ দিনের জন্য জেলহাজতে পাঠিয়েছে। আটকরা প্রথমে পুলিশকে জানিয়েছিল তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। পরে তারা তাদের আসল পরিচয় জানিয়েছে পুলিশকে। তারা জানায়, তাদের বাড়ি বাংলাদেশে।

ত্রিপুরার সিপাহীজলা জেলায় ইন্দো-বাংলা সীমান্ত  গ্রাম  নাজুরপুরা থেকে  ১৮ জনকে আটক করা হয় রবিবার। পুলিশি জেরায় আটক বাংলাদেশি নাগরিকরা জানিয়েছে, তাদের বাড়ি বাংলাদেশের নাটোর জেলায়। কাজের সন্ধানে তারা ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল।

ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা জানান, আটক বাংলাদেশি নাগরিকরা প্রথমে দাবি করেছিলেন তারা ভারতীয় নাগরিক। সোমবার তাদের বিরুদ্ধে কলমচৌড়া থানায় মামলা করা হয়েছে। পরে আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক ১৮ জনকে ১৪ দিনের জেলহাজতে রাখার আদেশ দেন।

অনুপ্রবেশকারীরা জানান, তারা পেশায় বেদে। ঘুরে ঘুরে জীবিকা নির্বাহ করতে হয়। তাই তারা দেশান্তরী হয়েছেন। নেই কোন বৈধ পাসপোর্ট কিংবা ভিসা। শুধু পেটের তাগিদে ঘুরে বেরানো। সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় অনুপ্রবেশ করা। অনুপ্রবেশকারীদের রোহিঙ্গা ভেবে বেধড়ক মারধরও করেছে সীমান্ত এলাকার বাসিন্দারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ২:৫৪ অপরাহ্ণ