১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

ঢামেকে বহির্বিভাগ বন্ধ: চরম ভোগান্তিতে হাজারো রোগী

নিজস্ব প্রতিবেদক:

কিডনির সমস্যা নিয়ে সকাল থেকে চিকিৎসার জন্য বহির্বিভাগে এসে বসে থাকা খাইরুন নাহার (৭০) নামের এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কান্নাকাটি শুরু হয়ে যায় তার স্বজনদের মাঝে। পরে তাকে রিকশায় করে জরুরি  বিভাগে নিয়ে যান মেয়ে শিউলী আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে দেয়ায় দূরদূরান্ত থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এরকম শত শত রোগীকে ভোগান্তির শিকার হতে দেখা যায়। সকাল থেকে অনিশ্চয়তার মধ্যে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শত রোগীকে। গেট বন্ধ করে দেয়ায় অনেকে আবার গেটের ভিতরেও অাটকে পড়ে থাকতে দেখা যায়।
কামরাঙ্গীরচর থেকে জ্বরে আক্রান্ত সাত মাসের মেয়ে নুসরাতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন শান্তা আক্তার। তিনি বলেন, “সকাল ৯টার সময় হাসপাতালে এসে গেট বন্ধ দেখি। আড়াই ঘণ্টা ধরে গেটের বাইরে দাড়িয়ে আছি। চিকিৎসা হবে নাকি তাও জানিনা। এখন কি করবো আপনারাই বলেন??
শিল্পী আক্তার নামের রোগীর এক স্বজন বলেন, দেড়শ টাকা রিকশাভাড়া দিয়ে হাসপাতালে আসছি। এসে দেখি বিক্ষোভ হচ্ছে। কখন চালু হবে তাও জানিনা। বইসা রইছি, দেখি ডাক্তার দেখাইতে পারি কিনা।
এরকম হাজারো রোগীকে বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে ফিরে যেতেও দেখা যায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১:৫৭ অপরাহ্ণ