১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার আক্তারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়াকে সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগের বিষয়ে প্রধান বিচারপতির নিকট সুপারিশ পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। এর আগে গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়াকে জ্যেষ্ঠতাসহ যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি প্রদান করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (যুগ্ম জেলা জজ) পদে প্রেষণে নিয়োগের উদ্দেশে তার চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১:২৮ অপরাহ্ণ