১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

যশোরের বেনাপোলে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর মোড় এলাকা থেকে মঙ্গলবার সকালে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বি‌জি‌বি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানিরা বিপুল পরিমাণ ভারতীয় ওসুধ এনে যশোরে নেয়ার উদ্দেশ্যে সাদিপুর মোড়ে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৪ লাখ টাকার ভারতীয় ইনজেকশন জব্দ করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দ ওসুধ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হবে বলে জানান তিনি।

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১:২২ অপরাহ্ণ