১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় প্রসাধনী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পাঁচবিবি উপজেলার রতনপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানের ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে। যার সিজার মুল্য লক্ষাধিক টাকা বলে বিজিবি জানান।

কড়িয়া বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানায়, সোমবার সন্ধ্যায় কিছু চোরাকারবারিরা ভারত থেকে উক্ত পণ্যগুলো কয়ার চেঁচড়া সীমান্ত দিয়ে পাচার করে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে বিজিবির সদস্যরা রতনপুর পাকা রাস্তায় উৎপেতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি ঠের পেলে তা ফেলে পালিয়ে যায়। পরে উক্ত পণ্য গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১০:২১ পূর্বাহ্ণ