১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:

শ্রমিকদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় বাস মালিক ও শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে কুষ্টিয়ার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার কুষ্টিয়া শহরের ওপর দিয়ে কোন বাস যেতেও দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

কুষ্টিয়া বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, আইনশৃঙ্খলা বাহিনী নানা অজুহাতে শ্রমিকদের গ্রেফতার ও হয়রানি করে আসছে। গত ২৮ অক্টোবরও এক শ্রমিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ হয়রারি বন্ধের দাবিতে সোমবার রাতে জেলার বাস মালিকদের দুটি সংগঠন ও বাস শ্রমিক ইউনিয়ন যৌথসভা থেকে এ ধর্মঘট আহ্বান করা হয়। এ ধর্মঘটের ফলে সকাল জেলার অভ্যন্তরীণ সকল রুট ও দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এছাড়া কুষ্টিয়ার ওপর দিয়ে দেশের অন্য কোন রুটের যাত্রীবাহী বাস যেতেও দেয়া হচ্ছে না। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১০:০২ পূর্বাহ্ণ