১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮

রাণীনগরে কৃষকের মাঝে সার বীজ বিতরণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বর্তমান কৃষক বান্ধব সরকারের পক্ষ থেকে রবি-২০১৭-১৮ইং মৌসুমের প্রনোদনার আওতায় বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ার, সম্প্রসারণ অফিসার সবুজ কুমার সাহা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ।

উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৭ শ’ ২ জন কৃষকের মাঝে সরিষা, ভট্টা, মগ ডাল, বিটি বেগুনের বীজ সহ রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ৯:২৫ অপরাহ্ণ