১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

গ্রাহক সেবা নিশ্চিত করতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশেষ উদ্যোগ

গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি :

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহক সেবা নিশ্চিত করণ ও গ্রাহকদের বিভিন্ন বিষয়ে অবহিত করণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সমিতির আওতাধীন প্রতিটি জোনাল ও সাব জোনাল অফিসে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির বিষয়ে গণ শুনানীর আয়োজন করেছে। এতে গ্রাহকরা অংশগ্রহণ করে তাদের মত প্রকাশের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জানার সুযোগ পাবে। কাঙ্খিত মানের গ্রাহক সেবা প্রদানে এ গণ শুনানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীসহ অনেকেই অভিমত প্রকাশ করেন। নির্ধারিত তারিখ ও সময়ে গণ শুনানিতে অংশগ্রহণ করার জন্য সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ ও সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম সর্বস্তরের গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ