২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৯

লঘুচাপে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:

দেরিতে হলেও টানা বৃষ্টির বিপত্তি কাটিয়ে রাজধানীবাসী শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে। এরই মধ্যে সোমবার ভোর থেকে ফের আকাশ গোমড়া মুখে দেখা দিয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ঝরেছে কিছু সময়।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার আকাশ পরিষ্কার হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ফলে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ