১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদী ও শিবপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার সকালে উপজেলার কান্দাইলে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং শিবপুর উপজেলার কালাচরে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে একটি মাইক্রোবাস ঢাকা থেকে নরসিংদী যাচ্ছিল। সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  অন্যদিকে শিবপুর উপজেলার কালাচরে বাসের সঙ্গে একটি লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ