১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৭

সাবেক এমপি ওহাবের জেল, শৈলকুপায় মঙ্গলবার হরতাল

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আগামীকাল মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দুদকের মামলায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি মো. আব্দুল ওহাবের ৮ বছর কারাদণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে উপজেলা বিএনপি। সোমবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু।

তিনি বলেন, ‘আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ। সম্পূর্ণ রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় আব্দুল ওহাবকে সাজা দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি, তিনি সেখানে ন্যায়বিচার পাবেন।’

রাকিবুল হাসান আরও বলেন, ‘মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে অগামীকাল মঙ্গলবার (ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) শৈলকুপা উপজেলায় হরতাল আহ্বান করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- যশোর জেলা বিএনপির সাধারণ অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শৈলকুপা উপজেলা বিএনপি সহ-সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

এর আগে সকালে দুর্নীতি মামলায় আব্দুল ওহাবকে ৮ বছরের কারাদণ্ড দেন যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। একই সঙ্গে তাকে ৪৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ৯৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সে তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২৪ নভেম্বর আব্দুল ওহাবের বিরুদ্ধে দুদক এই মামলা করেছিল।

উল্লেখ্য, আব্দুল ওহাব ঝিনাইদহ-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ