১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

ডেনমার্কে বহু কোম্পানির গাঁজা চাষের আবেদন

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

ডেনমার্কে আগামী বছর থেকে ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা বৈধ হয়ে যাচ্ছে। আর তার আগেই গাঁজা চাষের অনুমতি পাওয়ার জন্য উঠেপড়ে লগেছে বহু কোম্পানি। ক্যান্সার ও মাল্টিপল সেক্লরোসিসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা উপশমের জন্য গাঁজা বা ক্যানাবিস ব্যবহৃত হয়ে থাকে। খবর বিবিসির।

ডেনমার্কের মোট ১৩টি কোম্পানি এরই মধ্যে কর্তৃপক্ষের কাছে গাঁজা চাষ করার অনুমতি চেয়ে আবেদন করেছে। চার বছর ধরে পরীক্ষা চালানোর পর ২০১৮ সালের জানুয়ারি থেকে ডেনমার্কে গাঁজা বৈধ হচ্ছে, যাতে রোগীরা প্রেসক্রিপশনের মাধ্যমে গাঁজা কিনতে পারেন। তবে ঠিক কিভাবে এই গাঁজা উৎপাদিত হবে তার খুঁটিনাটি নিয়ে এখনও ডেনিশ পার্লামেন্ট কাজ করছে। কিছু ওষুধ কোম্পানি এখনও গাঁজা উৎপাদনের অনুমতি চায়নি। ডানস্ক গার্টেনরি নামের এক কোম্পানির কর্মকর্তা ইয়োর্গেন কে এন্ডারসন বলেছেন, এ ব্যাপারে নিয়মকানুন খুবই জটিল। গাঁজা দিয়ে একজন রোগীর চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ৬ হাজার ক্রোন বা ৯৩৫ মার্কিন ডলার।
তবে অনেকে বলছেন, ডেনমার্কে উৎপাদিত গাঁজা অন্য দেশে রফতানি করে হয়তো এ খরচ কমিয়ে আনা যেতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ১২:০১ অপরাহ্ণ