১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

সাফাতের গাড়িচালক ও বডিগার্ড রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাফাতের গাড়িচালক বিল্লালের চার দিনের ও বডিগার্ড রহমত আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে বিল্লাল ও রহমতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি দল নবাবপুরের একটি আবাসিক হোটেল থেকে গাড়িচালক বিল্লালকে এবং এর কিছুক্ষণ পরেই গুলশান ১ নম্বর সার্কেল থেকে বডিগার্ড রহমত আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৪:৪৫ অপরাহ্ণ