১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

ট্রাম্পের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান রুহানির

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক সম্মেলনের অবকাশে এ ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নিউইয়র্কে ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, কাসেমি বলেন, ‘আমেরিকার পক্ষ থেকে এ ধরনের একটি সাক্ষাতের প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তা গ্রহণ করেননি।’ গত কয়েক দশকে আমেরিকা ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ হয় ২০১৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের অবকাশে। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোন করে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কথা বলেছিলেন।

চলতি বছর জাতিসংঘের সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি তার ভাষণে ট্রাম্পের ইরান-বিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করেন। রুহানির আগে দেয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ১০:২৯ পূর্বাহ্ণ