১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত মরিয়ম নওয়াজের

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম আগামী বছর অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।‘দ্য নিউইয়র্ক টাইমস’কে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে এটাও জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তার পরিবারের ওপরই নির্ভর করছে।

সাক্ষাৎকারে মরিয়ম বলেন, তার বন্ধুমহল ও ঘনিষ্ঠজনসহ তার আশপাশে থাকা সবাই তাকে নেতৃত্বের আসনে দেখতে চায়।

শনিবার নিজেরে ৪৪তম জন্মদিনে এক টুইটে মরিয়ম লিখেছেন, পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্ব শরিফ পরিবার নিয়েছে বলে এক বিবৃতিতে যে কথা বলা হচ্ছে তা তার ক্ষেত্রে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সাক্ষাৎকারে মরিয়ম বলেন, তার পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে বলে যেসব খবর প্রকাশ হচ্ছে সেগুলো অতিরঞ্জিত।তার পরিবার পারিবারিক মূল্যবোধ ও ন্যায়নীতি ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা বিভক্ত কোনো পরিবার নয়।’

মরিয়মের চাচা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। চাচা সম্পর্কে মরিয়মের মূল্যয়ন, ‘তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আমার নায়ক। আমৃত্যু আমি তাকে ভালোবাসি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৬:২৮ অপরাহ্ণ