২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৪
during the 2015 ICC Cricket World Cup match between South Africa and India at Melbourne Cricket Ground on February 22, 2015 in Melbourne, Australia.

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে ভারত

স্পোর্টস ডেস্ক:

সন্ধ্যা ৬টা সাড়ে ৬টা থেকেই হয়তো ডিউ ফ্যাক্টর এসে যাবে। বিরাট কোহলি তাই টস হেরে যদিও বললেন, আগে ব্যাটিং-বোলিং কিছুতেই সমস্যা নেই। কিন্তু সেই সাথে জুড়ে দিলেন, টস জিতলে তিনিও মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে বোলিংটাই বেছে নিতেন। রাতে বোলিং এখানে সমস্যার হতে পারে। এই মৌসুমে। কেন উইলিয়ামসন সিরিজ নির্ধারণী ম্যাচটায় তাই টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন স্বাগতিক ভারতকে।

কানপুরের এই ম্যাচটা দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। পরেরটি জিতে সিরিজে ফিরে আসে ভারত। ১-১ এ সমতা নিয়ে লড়াইটা শুরু হয়ে গেছে। দুই দলই অপরিবর্তিত। নিউজিল্যান্ডের সামনে প্রথমবারের মতো ভারতে সিরিজ জয়ের সুযোগ। আর নিজেদের মাটিতে প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা কোহলির দলের ধাক্কা কাটিয়ে আবার আরেকটি সিরিজ জিতে দেশকে উল্লাসে মাতানোর সুযোগ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ এই খেলায় প্রতিবেদনটি লেখার সময় ৪ ওভার শেষে স্বাগতিক ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৭ রান। শিখর ধাওয়ান ৯ আর রোহিত শর্মা ৭ রানে ব্যাট করছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ