১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

পুত্রসহ সিলেটের শিল্পপতি রাগীব আলী কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক:

চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাত অভিযোগের মামলায় দণ্ডিত সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই জামিনে মুক্তি পেয়েছেন। রোববার বেলা পৌনে ২টায় তারা সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আপিল বিভাগের নির্দেশনা কারাগারে পৌঁছলে তাদের মুক্তি দেওয়া হয়। গত ২৬ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

সিলেট জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে যাচাই-বাছাই শেষে তাদের আজ দুপুরে মুক্তি দেয়া হয়। প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি আত্মসাত অভিযোগের মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। এ সময় আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।

দণ্ড বিধির ৪৬৬ ধারায় ছয় বছর, ৪৬৮ ধারায় ছয় বছর, ৪৭১ ধারায় এক বছর এবং ৪২০ ধারায় এক বছর, অর্থাৎ তাদের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন দায়রা জজ আদালতে আপিল করেন পিতা-পুত্র। পরবর্তীতে ওই আদালতে জামিন আবেদন করেন তারা। গত ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তারা। পরে হাইকোর্ট তাদের জামিন দেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ তা খারিজ করে দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৩:১৩ অপরাহ্ণ