১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

হঠাৎ বিস্ফোরণে কাঁপল মগবাজার, আতঙ্ক

 নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারের ডাক্তার গলির পেছনে হঠাৎ বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার সকালে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা রমনা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রমনা থানার ওসি কাজী মইনুল ইসলাম জানান, মগবাজারের ডাক্তার গলির পেছনে পরিত্যক্ত স্থানে এ বিস্ফোরণ হয়। এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ একটি বস্তু দেখতে পায়। তিনি আরও জানান, বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে কাজ করছেন। পরে বিস্তারিত জানা যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১:৫৬ অপরাহ্ণ