নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের গাড়িবহরে ছাত্রদল ও যুবদলের কর্মীদের দিয়ে হামলা চালিয়েছেন। আর সেই দোষ এখন আওয়ামী লীগের ওপর চাপাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক দফা হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এই ঘটনায় ক্ষমতাসীন দলের কর্মীরা জড়িত বলে দলটি অভিযোগ করেছে।
রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ হামলার জন্য বিএনপিকেই দায়ী করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি মৌলভীবাজার ছিলাম, সেখান থেকে বেগম জিয়ার সফর মনিটর করছিলাম। আমি প্রশাসন ও নেতৃবৃন্দকে পরিষ্কার করে বলেছি- আমরা যদি তাকে (খালেদা জিয়া) কোনো বাধা দেই, তাহলে ক্ষতিটা আমাদেরই।’ এ সময় বিরোধী দলে থাকাকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়িবহরে বিভিন্ন সময়ে হামলার ঘটনাও তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন নাকি বেগম জিয়ার গাড়িবহরে হামলা করেছে। আওয়ামী লীগ কেন সাংবাদিকদের গাড়িতে হামলা করতে যাবে? আমার কাছে খবর আছে- ছাত্রদল ও যুবদলের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে। এরপর ছাত্রলীগ ও যুবলীগের ওপর দায় চাপানো হয়েছে।’
হামলার কারণ জানিয়ে কাদের বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে জনতার ঢল নামেনি। তাই এ রকম একটি ঘটনার দরকার ছিল বড় নিউজের জন্য। নিউজ তৈরির জন্য সুপরিকল্পিতভাবে নিজেদের গাড়িতে নিজেরাই হামলা চালিয়েছে। আর প্রচারের আশায় যুবদল ও ছাত্রদল গণমাধ্যমের ওপর হামলা করেছে।’ রোহিঙ্গাদের জন্য ত্রাণ না নিয়ে খালেদা জিয়া শো ডাউন করতে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ