২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জে ‘নব্য জেএমবি’র তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলি, বিষ্ফোরক ও জিহাদি বইসহ ‘নব্য জেএমবি’র সারওয়ার-তামীম গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার ভোর চারটার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- সদর উপজেলার দেবীনগর এলাকার মোহাম্মদ জেনারুল, শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার রসুল বক্স এবং একই এলাকার ইসলাম।

রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ.এম আশরাফুল ইসলাম জানান, বাবলাবোনা এলাকায় একটি আমবাগানে বেশ কয়েকজন জেএমবি সদস্য বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভোরে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি,  একটি ম্যাগাজিন, এক কেজি একশ গ্রাম গান পাউডার ও কিছু জিহাদি বই  উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১২:৩০ অপরাহ্ণ