১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

আশ্বাস দিয়েও নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরের সময় আশ্বাস দিয়েও পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
রোববার সকাল সোয়া ১০ টায় চট্টগ্রামের মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ফেনীতে আমাদের দলের চেয়ারপারসনের গাড়িবহরে হামলার সময় ট্রাফিক অনেক সহযোগিতা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করেছে। কিন্তু, আশ্বাস দিয়েও নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ হয়েছে। এসময় তিনি খালেদা জিয়ার আজকের সফর সফল ও সুষ্ঠু করতে ফের পুলিশের সহযোগিতা কামনা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১০:৫৯ পূর্বাহ্ণ