১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৬

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে জিল বাংলা

নিজস্ব প্রতিবেদক:

শেষ সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থান দখল করেছে জিল বাংলা সুগার মিলস। বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রতিষ্ঠানটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে।

আর বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী না থাকায় সপ্তাজুড়ে লেনদেন খুব বেশি হয়নি। সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৮- ১২ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে মাত্র দুই কোটি ৪৯ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৪৯ লাখ টাকা। অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৯ দশমিক ৭৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারে দাম কমেছে ১৪ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে জিল বাংলা সুগার মিলসের শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭০ পয়সায়। যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৭১ টাকা ৯০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, এ কোম্পানির মোট শেয়ারের ১ দশমিক ৮২ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৫১ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া ৪৭ দশমিক ১৬ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার।

এদিকে শেষ সপ্তাহে ইফাদ অটোসের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল শাহিন পুকুর সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার দাম কমেছে ১৮ দশমিক শূন্য ২ শতাংশ। এর পরেই রয়েছে শ্যামপুর সুগার মিলস। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৬ দশমিক ৬১ শতাংশ।

এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা কে অ্যান্ড কিউ’র শেয়ার ১৩ দশমিক ৯১ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১১ দশমিক ৮৮ শতাংশ, এসিআই ফরমুলেশন ১০ দশমিক ৮০ শতাংশ, লিবরা ইনফিউশন ১০ দশমিক ৭১ শতাংশ, অ্যারামিট সিমেন্ট ৯ দশমিক ৮৬ শতাংশ, বেক্সিমকো ফার্মা ৯ দশমিক ৯৫ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ৯ দশমিক শূন্য ৯ শতাংশ দর হারিয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ